স্বল্পমূূল্যে ইউনিক লোগো তৈরি করুন।
যোগাযোগ: ০১৬৭১-৬৯৪৪০০
Tuesday, April 29, 2014
অনন্যা ll
ধরিত্রীর বিশুদ্ধ কাব্য
সম্ভার,
আমার স্বপ্নাঙ্কিত দেবী,
ভালবাসার রূপকথায় নিষিক্ত
ডিম্বক
আমার প্রাণক-প্রিয়া অনন্যা,
রূপকথার কালজয়ী এক উপাখ্যান,
সম্ভাষিত উদয়ন-ঊষার নির্মল
আর নৈসর্গিক ভাষা ফোঁটে
ধূসর পাণ্ডুলিপিতে,
রূপম সোনালি বিহঙ্গের
হিরন্ময়
দ্যুতিতে ভাস্বর আমার প্রেম
দোলায়িত
শতদল বর্ষার খোলাজল
মাঠ ছাপিয়ে সুড়ঙ্গ-পথে
দিগন্তে বিলীন
আনন্দ-কথিকার গোধুলি বেলা,
ফুঁটেছে নবীন পদ্ম-মুকুরে
বৃত্তিময় স্বপ্ন
হৃদয়ের বাতিঘরে নিরূপম
ভঙ্গিমা,
আচমকা বিদ্যুৎ চমকায়
ভালবাসা রঙ
দূরের গভীর স্নিগ্ধ সোনালি
কুণ্ডল দলে
কী যেন প্রকাশে
প্রতিজ্ঞাবদ্ধ
আহবান বন উদাসী আঁখি পটে
আশ্বত্থ রূপী মহাযোগী কিংবা
নাইটকুইন
ইউক্যালিপ্টাস কিংবা
সুন্দরী আমার
গহিন কালো আবেগে উন্মত্ত
কাঞ্চনজঙ্গা
গিরিখাত জয়ী হেলেঞ্োর অপরূপ
শাখা
অনন্যা আমার নৈসর্গিক উপমা,
প্রাগৈতিহাসিক প্রেম আমার,
জীবনের শ্রী; ভালবাসা-মণ্ডিত ধরিত্রী-রাণী
সৌন্দর্য-বিকাশী হুর-পরী
মাদকতায় জেগে ওঠা নিঃঝুম চর
অধর কোনে নেশা জাগানিয়া
স্বর্গীয় সুষমা মত্থিত
মানচিত্র জলরঙে আঁকা,
ভালবাসার রঙধনু আমার
কল্পপরী অনন্যা;
গড়ি যারে সযতনে হৃদয়ের
গহিনে
ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে
ভালোলাগা-পরশে...।
-----------------জসিম উদ্দিন
চট্টগ্রাম কলেজ
১৫ অক্টোবর ২০০৩
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
Subscribe to:
Post Comments (Atom)
কিছু কথা
0 comments:
Post a Comment