Bangla Kobita
সময় বোঝে না যারে
বসন্ত দুয়ারে কী আর হবে কড়া নেড়ে
ধাবমান দৃষ্টিতে বিষন্ন ঠেকে চাঁদ
স্নিগ্ধ জ্যোৎস্না নামে গলিত লাভা রুপে
কী আর হবে নালিশে, ভগবান থাকে যদি নিরাশে;
তবু হেথা কেহ বাঁধে ঘর, যাতনার আড়ালে
লালোষ্ঠ নীল পাখি ছুটে চলে অজানায়
বিবমিষা খেয়ে মরে দুরন্ত কামনায়
তবু কেহ তারা গোনে চাঁদ কভু গেলে ডুবে
তারারা বোঝেনা প্রেম স্পর্শ বিহনে
তবু কেহ সুখ পাখি, অসুখের খোলসে
আয়নায় খোঁজে রুপ অন্ধ যে কালী মা
সময় বোঝে না যারে, কেহ তারে জানে না ।
- জসিম উদ্দিন
IUBAT 30/01/2014



Chittagong
0 comments:
Post a Comment