Bangla Kobita
কতোগভীর আক্ষেপে কবি
এঁকেছিল জলছবি
ব্যথা বারিধীর,
শতো
লোকচক্ষুর আঘাতের তরে
পাযনি সে কভু ফিরে
নব মূল্যায়ন নীত অতিথির ।
বড়ই
আবেগ-প্রতীম হৃদয়
তথা হয়ে গেছে ক্ষয়
ধরিত্রীর অবজ্ঞার ফলে,
তারই
হৃদয়ে সকরুণ আরতি
হেলায় নষ্ট চন্দ্রিমা-জ্যোতি
কালান্তরের চোখের জলে ।
স্বপ্নিল
আল্পনা এঁকে যাওয়া কল্পনা
আজি আর করে নাকো বন্দনা
যশ-খ্যাতি-রূপ হাপিত্যেশে,
বর্ণিল
ছায়াতে অমলিন মায়াতে
চায়না আজ সে আর কভু জড়াতে
দৃষ্টি মেলে থাকে দূর নীল আকাশে ।
তোমরা
যদি কভু দেখো সেই প্রভু
ধরার আলো ছায়া সম বিভু
হারিয়োনা কো সে রূপে সাবিত্রীর ।
-জসিম উদ্দিন
চট্টগ্রাম কলেজ
১০ ডিসেম্বর ২০০২
0 comments:
Post a Comment