Bangla Kobita
জানো সাবিত্রী,পুকুর পাড়ের বকুল গাছটি আর নেই,
বড়ো অসময়ে সময় হলো তার !
পুঁজোর বকশিসে কেনা বকুলের চারা আর আমার দুরন্তপনায়
ঋতুচক্রের ডামাডোলে আমার ছেলেবেলা
বকুল গাছ তার সর্বস্ব দিয়ে মায়াবী বন্ধন,
ফুল-ফল, রূপ-রস আর তার সৌন্দর্য্য;
মাটি আর মমতায় দু’জনার জীবন !
ভোরবেলা দোয়েল ডাকেনা আর কুয়াশার বুক চিরে
গাছের ডালে আর বাঁধেনা বাসা লক্ষীপেঁচা
রাতভর শুনিনা তার বুক ফাঁটা কান্না বিরামহীন,
পুকুরের নাঙা জলে পড়েনাকো ছায়া আর শেষ বিকেলে
বকুল গাছটি আমার,
এক জীবন কেমন রঙহীন করে দিয়ে গেল !
বন্ধুত্ব আর প্রেম বাষ্পায়িত আজ,একাকিত্ব আমার
শান বাঁধানো ঘাটে অঝোর জোছনা, একা আমি জানালায়
কী যেনো কী খুঁজে ফিরি দৃষ্টির সীমানায় !!
-জসিম উদ্দিন
IUBAT 10/01/’14
0 comments:
Post a Comment