Bangla Kobita
আবার কোনো একদিনচাঁদ গেলে ডুবে
জোনাকিরা জেগে ওঠে নক্ষত্রের জলে
ধানখেত জুড়ে থাকে অথৈ আঁধার,
রিনিঝিনি নূপুরে পুবালী বাতাস
ঝড় তুলে জেগে রয় হৃদয়ে দহন,
মুখের পরে রেশমী আর দীঘল চুলের স্পর্শ
আমার দেহের পরতে পরতে সুগন্ধ তোমার
আজও আমি পাই,
চাঁদ গেলে ডুবে,
আবার কোনো একদিন
জেগে ওঠবো নক্ষত্রের রাতে
তোমারি প্রতীক্ষায়, তেমনি করে, সুগন্ধের আশায়
নক্ষত্র হলে তুমি, আমিও হেথায় ।
-জসিম উদ্দিন
0 comments:
Post a Comment