bangla kobita
বোঝাতে চেয়েছি তোমায় কতরূপে শতবার'ভালোবাসি ভালোবাসি'
দেখিলে না ফিরে আর
ঋতুচক্রে আসা-যাওয়া তোমার জীবনে আমার
ফুটিলো বকুল জাগিলো হাস্নাহেনা শতদলে
পদ্মারচর ভাসিলো
কাশবন শুভ্রতায় হাসিলো
ডাকিলাম আমি, মুচকি হেসে তুমি গেলে চলে
যাপিত জীবন রয়েছে থেমে সময়ের খরস্রোতে
তোমার পথের পাশে
শীত-গ্রীষ্ম-বারোমাসে
প্রিয় তুমি নেবে কি আমায় ভালোবেসে তোমার রথে?
ভালোবাসি আজও, দিব্যি তোমার, ফিরে তুমি চাও
বিলিয়ে দেব সত্য এ প্রাণ
ফোটাতে হাসি চির অম্লান
তোমারি অধর কোনে, শুধু একটু হাত বাড়াও !
- জসিম উদ্দিন
IUBAT 11/01/'14 (কবিতা)



Chittagong
0 comments:
Post a Comment