bangla kobita
মাটিকে বড়ো ভালোবাসিআকাশ তোমাকে দিলাম
জলের বুকে জীবন আমার
বৃষ্টি চেয়ে নিলাম ।
ভীষণ একা আকাশটাকে
বাসি আমি ভালো
রাত্রি আমি অনন্তকাল
তুমি আমার আলো ।
চলতি পথে খমকে গেলে
কষ্টগুলো মুছে দিও
গভীর মায়ায় নিদ্রা পেলে
বুকের ঘরে টেনে নিও।
একা মোরা রইবোনাকো আর
কষ্ট দেবো কষ্ট পেতে
নীল জোছনায় দেবো সাঁতার
থাকলে তুমি সাথে ।
প্রদীপ নেভা জ্যোৎস্নালোতে
সাঁতার দেবে মন
বৃষ্টি ভেজা মাতাল রাতে
জাগবে সুখের গুণ্জরণ ।
-জসিম উদ্দিন
এস. এম. হল, ঢাবি
১০ জানুয়ারি ২০১১(কবিতা)



Chittagong
0 comments:
Post a Comment