Bangla Kobita
বিন্দু বর দিয়েছিলো অলীকেদ্ব্যর্থবোধক প্রতিবিম্ব,
বিম্বিত রেখা
কালের মনোলোভা সন্ধিফাঁকে
খুঁজে ফেরে জড়ায়ুর স্বাদ,
কামজ্বরে হিতাহিত জ্ঞানশূণ্য
যুবক; পুড়ে ফেলে কবিতার বই,
ঝেরে ফেলে কাব্যসুধা;
মিথস্ক্রিয়া নামক সমান্তরাল
পঙক্তি বিকারগ্রস্ত; মাংসস্তুপ
চেঁটে দেখে কালের শকুন!
নেমে আসে অপাঙক্তেয়
জলের ধারা; গিরিভাঁজে গুঁজে মুখ
উম্মত্ত সময়; কাঁদে রাহুগ্রস্ত যন্ত্রণা বুকে
দেবতাকে গালি পেড়েই
লৌকিক স্বাদ নেয় যৌনতার বিবার
আর তখন
অভিধান ঘেঁটে হাঁপুশ,
লুকায় মুখ লজ্জা আর নির্বুদ্ধিতার
থকথকে কামনায় !
-জসিম উদ্দিন
চট্টগ্রাম কলেজ
২০ জানুয়ারি ২০০৪
0 comments:
Post a Comment