Bangla Kobita
এতো দূরত্ব, অসীম ছিলনা একদিন!ঘাসের ডগায় শিশিরের কি দূরত্ব রয়?
হাতের মাঝে হাত, আর আঙ্গুলের ভাঁজে আঙ্গুল
কখনো অপরাজেয় বাংলা, কখনো চারুকলার পুকুরপাড়
তোমার পিঠে আমার পিঠ, কেটে গেছে অদৃশ্য সময়;
কিংবা একই উপন্যাসে দু’জনার চোখ, দেহের সুবাসেবুঁদ হয়ে থাকা
কিংবা একই স্বপ্ন দু’জনে ভাগ করে দেখা, একইআবেগে বাসর
অথবা একটি শালিক দু’জনে পোষা একই খাঁচায়
কিংবা একটি কফিতে দু’জনার ঠোঁট, হিমশীতল আবেগউষ্ণতায় মেশা;
মনে পড়ে একদিন সুইমিংপুলে তোমার কেটে যাওয়া পা?
মল চত্বরে সবুজের গালিচায় রুমাল বেঁধে দেওয়া?তোমার চোখে জল?
সসীম প্রেম আমার পারেনি বাঁধতে, উড়তে তোমারঅসীম আকাশে
মনে কি পড়ে ডীন অফিসের বারান্দা, আমার জন্যঅধীর অপেক্ষা
হাতে তোমার, আমার জন্য আনা পায়েস, তোমার পুড়েযা্ওয়া হাত
আমি ভুলিনি আজো, ভুলে গেছো তুমি ।
এতো দূরত্ব, অসীম ছিলনা একদিন
বেঁকে যা্ওয়া পথ আর ফেরেনি বই মেলায় কিংবাটিএসসির গেটে
আজও আমি গভীর কোনো রাতে, ব্যস্ত শহরের হাজারোভীড়ে,
তোমার দেহের সুবাস কিংবা নূপুরের সুর খুঁজে পাই
চোখ ভরে জল নেমে আসে !
এতো দূরত্ব, অসীম ছিলনা একদিন ।
-জসিম উদ্দিন
উত্তরা
১৩ অক্টোবর ২০১৩
0 comments:
Post a Comment