bangla kobita
তোমার চোখের মায়াবী তারায়,(নেই তুমি),তবু আজও চেতনা হারায়,
যেন উড্ডীন কোন কাশফুল উড়ে উড়ে ছুঁয়ে দেখা,
জোছনায় ভেসে ভেসে ছুঁয়ে আসা দিগন্তরেখা
ভাবি, চাঁদের গায়ে পড়েছে, তোমার চোখের আলো
তাই হেসেছে সাবিত্রী, মুছে দিয়ে সবকালো;তুমি জানতে, তবু জানতে না কভু
প্রেম জেগেছিলহায়, পাখির ডানায়,কাশফুল মায়ায়
তাই প্রেম আজশুধু ক্ষয়ে ক্ষয়ে যায়, অশ্রুর ঘায়,
আলো ফোঁটে, স্বপ্ন টুটে, ফিরি চেতনায় ।
-জসিম উদ্দিন
উত্তরা
০৭ অক্টোবর ২০১৩(কবিতা)




Chittagong
0 comments:
Post a Comment