রঙতুলিতে জীবন্ত করেছে রাতের আকাশ
বিন্দু বিন্দু আবেগে, বুনেছে নক্ষত্রের রূপোলি চাদর
নকসীকাঁথায় জড়িয়েছে সোনালি বাসর
নিদ্রালু নয়নে কামনার থরথর উর্বশী এক নারী ছিল সে
নিষিক্ত প্রেম পেয়েছিল স্বাদ আবেগের বেগে !
জগৎ গিয়াছে থেমে; স্থির কোনো মায়াচিত্র ছিল আমার নারী
ক্যানভাস আজ তার কালো আর সাদাতে মাখামাখি
জানলার শার্সিতে ধূলোর নৃত্য, স্বপ্নের রঙ ধুয়ে গেছে
বাস্তবতার নিদারুন বানে; কোন এক নারী সে আজ
হৃদয়ের বাদানুবাদে, ক্যানভাস আর খসে যাওয়া তুলিতে,
আমার নারী জাগ্রত নয় হেথা রাতভরে বৃষ্টিতে ;
কেউ যেন হাসে তবু কাঁদে তবু রঙহীন তুলির আঁচরে,
আমার নারী এভাবেই বেঁচে রয় ঘুরে-ফিরে তবু আমাতে !
-জসিম উদ্দিন
IUBAT 01/02/2014(কবিতা)



Chittagong
0 comments:
Post a Comment