bangla kobita
আপন মনে একলা হবো
নিজের মাঝেই নিজে রবো
কাউকে না আর কবু কবো
আপন মনের বেদন।
হন্যে হয়ে খুঁজবো না আর
ডিঙ্গুতে নাকো যাবো পাহাড়
ছুঁটবো না আর পিঁছু তারা'
নিজের মাঝে আপন হারা'
শুনবো আপন রোদন।
অনেক করে বেসেছি ভালো
স্বপ্ন-স্মৃতির জ্বেলেছি আলো
প্রাণের মায়া প্রাণেই র'লো
সব আয়োজন সাঙ্গো হ'লো
জানলাম আমি একা।
যে জন কাছে' সে জন দূরে
ডাক দিয়ে যায় ব্যথা' সুরে
চোখের জলের স্মৃতি খুঁরে
নিজের থেকেও যাবো সরে
দেবো নাকো আর দেখা।
------------------- জসিম উদ্দিন
উত্তরা
২৬ এপ্রিল ২০১৪
0 comments:
Post a Comment