Bangla Kobita
হায়রে মানব-জীবন তরীরমাঝি !
কী হেতু হায় ভাঙ্গো গড়ো, মাটির
তৈরী সাঁজি?
ক্ষণে তুমি তীব্র আলো, হঠাৎ
অন্ধকার,
সাজাতে গিয়ে তোমাকে নাথ,
জমে হাহাকার।
ধুলো ভরা সেতারে মোর কেমন
এ ঝঙ্কার
হানো তুমি, পাষান, তবু রইলে
নিরাকার?
মেঘলাকাশের নয়ান লোরেই
চকিত চরাচর
ক্লান্ত কেঁদে তব হেতু, হে নাথ,
ডাকে দিও স্বর।
চলছে গাড়ি চক্র বিহীন, ভীষণ
জাগে ভয়
বিপদ এলে সাহস দিও ভয়
করিতে জয়।
খুঁজিয়া তব ঘর ত্যজিয়া বেড়াই
বন-বনান্তর, হে নাথ,
পাইনি বলে হয়নি মনে, তীব্র ব্যথা
হয় পারিজাত।
আঁখি মম অন্ধ হলে, মনে
দিও আলো
ঘৃণায় সবায় মুখ ফেরালে
করুণাধারা ঢেলো
কষ্ট শ্রাবণ জাগালে প্লাবন, বল
দিও এ মনে
সঙ্কোচটুকু ঘুঁচিয়ে দিও
ভালবাসার টানে।
পাইনে গো কূল জীবন নদীর,
আর যেন না হয়,
তোমার দানেই মুক্তি মিলুক
দূর করে সংশয়।
-জসিম উদ্দিন
চট্টগ্রাম কলেজ
২৩ সেপ্টেম্বর ২০০৩
0 comments:
Post a Comment