Bangla Kobita
তবু আজও নীল আকাশআরও হয় নীল
তবু আজও জোছনায়
তারা ঝিলমিল
মন তবু স্বপনে
কাদেঁ আর হাসে
রাত জাগা পাখি তবু
রাত ভালোবাসে
তবু তুমি আলেয়া
জীবন জুড়ে
কেউ তবু খুঁজে যায়
হৃদয় খুঁড়ে
কারো প্রাণ অম্লান
কাব্য কথায়
হাসে তবু আপ্রাণ
সুখের ব্যথায়
কেউ সুখী বড়ো আজ
হয়ে নিরুপায়
সুধা পান করে মন
ভারি হতাশায় ।
-জসিম উদ্দিন
এস.এম. হল, ঢাবি
২৪ এপ্রিল ২০১০
0 comments:
Post a Comment