bangla kobita
জানো নিথিলেশ,চোখে তার হাজারো স্বপ্ন
প্রজাপতির ডানায় ভর করে !
নিয়তই সে বেভুলা,
ঘোর লাগা !
শ্লথ হয়ে যাওয়া ভাবনার রথ,
উদাসীন পথিকের মতো
শূণ্যে তাকিয়ে রয় !
তাকিয়ে থাকে গোলাপের বনে
আর জ্যোৎস্না ভেজা রাত্তিরে
মায়াবী দিগন্তে;
শূণ্যে বাড়ায় হাত
নিয়তিকে ছুঁয়ে দেখবে বলে
জানো নিথিলেশ,
আর সেই হাত
অসীম একাকীত্বের বেদনায়
বারবার নিজের দিকেই ফিরে ফিরে আসে
পৃথিবীর প্রান্ত হতে জন্ম-গহবরে ।
-জসিম উদ্দিন
এস.এম. হল, ঢাবি
১৫ আগস্ট ২০১০(কবিতা)




Chittagong
0 comments:
Post a Comment