bangla kobita
কষ্ট নিয়ে বসত করাআমার সাজে তোমার নয়
কষ্ট পাবে আমার ছায়ায়
কায়া যে তাই করেছি লয়
নিত্য তব ব্যথার দানে
পাষাণ হৃদয় করেছি ক্ষয়
নীল সাগরে বসত করে বৃষ্টি ভীতি
হলেও তোমার, আমার নয়
সাত সায়রে শয়ন যার
শিশিরে কী ভয় তার?
কাঁদতে শুধু জনম যার
স্বপ্ন দেখা সাজে কী তার?
তাই বুঝি তুমিও পুঁজি
করলে আপন পথটুকু
হাতছানিতে সুখ যে পেতে
ভাঙ্গলে পোড়া বুকটুকু
ভালো থেকো চিরটি কাল
আগুনে নয় পুড়লো আগুন
সুখ কামনা করি তবু
ঝরিয়ে বুকের অবুঝ খুন !
-জসিম উদ্দিন
চট্টগ্রাম কলেজ
২৪ ডিসেম্বর ২০০৩(কবিতা)




Chittagong
0 comments:
Post a Comment