স্বল্পমূূল্যে ইউনিক লোগো তৈরি করুন।
যোগাযোগ: ০১৬৭১-৬৯৪৪০০
Sunday, April 13, 2014
“মোর প্রিয়া হবে এসো রাণী” ll
দেব খোঁপায় তারার
ফুল ।
কর্ণে দোলাব
তৃতীয়া তিথির,
চৈতী চাঁদের দুল
।
কন্ঠে তোমার
পরাবো বালিকা,
হংস-সারির দুলানো
মালিকা ।
বিজলী জরীণ ফিতায়
বাঁধিব,
মেঘ রং এলো চুল ।
মোর প্রিয়া হবে
এসো রাণী,
দেব খোঁপায় তারার
ফুল ।
জ্যোছনার সাথে
চন্দন দিয়ে
মাখাব তোমার গায়,
রামধনু হতে লাল
রং ছানি,
আলতা পরাব পায় ।
আমার গানের
সাত-সুর দিয়া,
তোমার বাসর রচিব
প্রিয়া ।
তোমারে ঘেরিয়া
গাহিবে আমার,
কবিতার বুলবুল ।
মোর প্রিয়া হবে
এসো রাণী,
দেব খোঁপায় তারার
ফুল ।
নজরুল গীতি
Labels:
bangla gaan,
bangla song,
গান
Subscribe to:
Post Comments (Atom)
কিছু কথা
নতুন লেখক/লেখিকাদের লেখা প্রকাশের একটা মাধ্যম তৈরীর উদ্দেশ্য নিয়ে এই সাইটটির কাজে হাত দেই। অনেক নতুন মুখের সমাবেশে মুখোরিত এই সাইটটি আরও বিস্তিৃতি লাভ করবে, আরও অনেককে লেখা প্রকাশের সুযোগ করে দিতে পারবো এই উদ্দেশ্য নিয়েই কাজ করে চলেছি ।
আন্তর্জালে হাতেগুনা কয়েকটি ওয়েব সাইট এবং কিছু ফেইসবুক পাতা ছাড়া এখনো তেমন কোনো উল্লেখযোগ্য মাধ্যম তৈরী হয়নি লেখা প্রকাশের জন্য।
যদি কেউ তার নিজের লেখা কবিতা, গান প্রকাশে ইচ্ছুক হন তাহলে লিখাগুলো এই ইমেইল এ পাঠিয়ে দিন----- bicoronblogspotcom@gmail.com
আমাদের লক্ষ্য নতুন লেখক/লেখিকাদের লেখা প্রকাশের এই মাধ্যমটিকে আরো শক্তিশালী করে তোলা। আপনাদের সহযোগিতা কাম্য এই প্রয়াসে।
ধন্যবাদান্তে--বিচরণ
0 comments:
Post a Comment