Bangla Lyrics
মনে পড়ে তোমায় মনে পড়ে ভালবাসায়মনে পড়ে অপমানে মনে পড়ে ক্ষমায়
মনে পড়ে আলিঙ্গনে মনে পড়ে অপারগতায়
মনে পড়ে ……।
মনে পড়ে প্রতারনায় মনে পড়ে শান্তনায়
মনে পড়ে যন্ত্রনায় মনে পড়ে আর্তনাদ করে কেঁদেছি
মনে পড়ে বিদায় বেলায় মনে পড়ে
অকালে আমার মনের শান্তি মরে গেল
মনে পড়ে শুধু বছরে বছরে গড়া সংসারে
কি যেন হারিয়ে যায় মনে পড়ে নিদ্রাহীন
কত রাতে জেগে আছি শুধু ভোরের আশায়
এই হৃদয় তোমার কুঠার আঘাতে
কত রক্ত ঝরেছে বৃথায় রেখে গেছ
বুকের মাঝে চাঁপা ব্যাথা মনে পড়ে তোমায়
মনে পড়ে শিহরণে মনে পড়ে অস্থিরতায়
মনে পড়ে কামনায় মনে পড়ে বাসনায়
মনে পড়ে অভিসাপে মনে পড়ে নিষ্ঠুরতায়
মনে পড়ে ইর্ষাকাতরতায় মনে পড়ে বনিবনায়
মনে পড়ে অসহায় হয়ে ছুটেছিলাম প্রেমের মরিচিকায়
মনে পড়ে প্রতিশোধ নেবার প্রবনতায়
প্রতিরোধ করার প্রতিক্রিয়ায় প্রতিয়মান
অপরাধী মনে বিষাক্ত তোমার ছোয়ায়
মনে পড়ে জীবনে আমার সকল স্বপ্ন মরে গেল
মনে পড়ে এই মানুষ নিংড়ানো
সংসারে বেঁচে থাকা যে কত দায়
মনে পড়ে নিদ্রাহীন মনের ঝড়ে জেগে আমি
শুধু স্বস্তির আশায় তোমার হৃদয়ে লুকানো ভাটাগারে
কত না শিল্পী মরেছে বৃথায় বেঁচে আছি ব্যাথার মাঝে
নতুন ব্যাথায় মনে পড়ে তোমায়.............
মনে পড়ে তোমায় অনেক স্মৃতি ভুলে থাকায়
মনে পড়ে শুধু হট্টগোলে মনে পড়ে নিস্তব্ধায়
মনে পড়ে অপূর্ণতায় মনে পড়ে অক্ষমতায়
মনে পড়ে নিরুপায়ে, ক্ষোভে, প্রচন্ডতায়
মনে পড়ে অহেতুক সুযোগ নেওয়ায়
মনে পড়ে ঝলমলে মিথ্যে কথায়
মনে পড়ে নিস্প্রান হাসি হেসেছিল
তুমি প্রেম প্রেম খেলায়.......
মনে পড়ে তোমায় নিদারুন এই বাস্তবতায়
আমি জানি আগামী শুধু আসবে আজকের বেঁচে থাকায়
বেঁচে আছি উৎপীড়নে, বেঁচে আছি উন্মাদনায়
বেঁচে আছি বেঁচে থাকা সব কাহিনী
তোমারই আশায় মনে রবে তোমায়
অনাগত কোন গীতিকবিতায়.................
শিল্পীঃ ফিডব্যাক
অ্যালবামঃ বঙ্গাব্দ ১৪০০
0 comments:
Post a Comment