bangla kobita
লাবণ্য,মানব জনম আমার
ছন্দোবদ্ধ কোনো কবিতা নয়;
এ যে নিভৃতচারি পেঁচকের হাহাকার
জীবনের প্রতি পরতে আমার,
নয় নিরাবেগ শ্রাবণের অহংকারী মেঘ,
তীব্র উন্মাদ আমার চেতনা,
স্থিরতা নেই প্রার্থণায়ও
জ্বলে-পুড়ে অঙ্গার হৃদয়ের চর
জ্যোৎস্নার ধারা আমি নই!
তবুও কি বলিনি তোমায়?
বলো, বলিনি কি কভু?
"সেই দিন এই রাত জাগিবেনা জানি
স্তব্ধ কান্না ডাহুকের চোখে
আকাশগাঙে ঝিঁঝিঁদের আর্তনাদ
ছুঁয়ে যাবে পূর্ণিমা রাতি
ব্যথাতুরা হিজলের আহবানে বনে
টলিবে কি হৃদয় তোমার?
চলে গেলে আমি না ফেরার দেশে
জাগিবে কি চাঁদ পৌষের ভরা কুয়াশায়
কারো আঙিনায়?"
লাবণ্য,
মানব জনম আমার
ছন্দোবদ্ধ কোনো কবিতা নয়;
এ যে নিভৃতচারি পেঁচকের হাহাকার
জীবনের প্রতি পরতে আমার !
-জসিম উদ্দিন
উত্তরা
০৪ মার্চ ২০১৪(কবিতা)




Chittagong
0 comments:
Post a Comment