bangla kobita
ডুবতে ডুবতেই ভেসে উঠি আমিআর ভাসতে ভাসতেই ডুবি
অতল সমুদ্রে তোমার,
বলো, ভাসিয়ে নেবে, না ডুবিয়ে দেবে
সকল যাতনা আমার?
লবনাক্ত তোমার রক্তস্রোতে ভীষণ অন্ধকার
খাবি খেয়ে দিশেহারা গহীনে আবার;
চন্ডালিকা হেথা আমি জল পিপাসায়, মরীচিকা আজ তোমার হৃদয়
মায়াজাল ছড়ানো তোমার ভিতর-বাহির আবেগী আবেশে,
কখনো পাইনে কূল অকূল তোমার মনের জোয়ার;
পাহাড়ি ঢল নেয় ভাসিয়ে অগ্নিগিরি' লাভা' আঁধার
ডিঙি খানি আমার দিক হারা নাবিক, তোমার ঢেউয়ের ঘায়
নাকি বলবে, "সাত সায়রে শয়ন যার, শিশিরে কি ভয় তার?"
ভালোবাসার দায় !
- জসিম উদ্দিন
আই.ইউ.বি.এ.টি ৩০ নভেম্বর ২০১৩ (কবিতা)



Chittagong
0 comments:
Post a Comment