Bangla Lyrics
কষ্ট না পেলে কষ্ট কী তাবোঝা নাহি যায়
বেদনায় আঁকা ছবি বারে বারে
রঙ যে হারায়
আমি যে কতটা কষ্টে আছি
কি করে বোঝাবো তোমায়....
বেদনার নীল বঙে আমাকে রাঙিয়ে
বহুদূরে কোথায় তুমি গেলে হারিয়ে
বলে গেলে না কি দোষে কাঁদালে আমায়.....
হয়তো সুখেই আছো ওগো প্রিয়া তুমি
তুমিহীনা জীবন আমার ধু ধু মরুভূমি
একটি বার এসে দেখে যেও সমাধিতে
কাঁদছে এ প্রাণ তোমারই আশায়.....
-জসিম উদ্দিন
চট্টগ্রাম কলেজ
১৭ ডিসেম্বর ২০০২
0 comments:
Post a Comment