Bangla Lyrics
পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরণা বলোওই পাহাড়টা বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।
কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল
তোমরা দেখো বৃষ্টি নুপূর
দেখোনা, আঘাত ছাড়া মেঘ তো গলে না
ওই কালো মেঘ বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।
শিল্পীঃ সুবীর নন্দী
সুরকারঃ খন্দকার নুরুল আলম
গীতিকারঃ মোঃ রফিকুজ্জামান
<<<<<<<<<<<<<<<<<<<<
0 comments:
Post a Comment