Bangla Kobita
বইমেলায় আজ আর কেউ হারিয়ে যায়না,অভিমানে আর ঝরেনা চোখেরজল,অভিযোগও নেই কারো,কী অদ্ভুত খেয়ালে কেটেগেছে সাতটি বছর !কাঠ-পাথরের শহরে বসন্তআজ মৃত ।
হেলাল হাফিজের কাব্যনিয়ে কোনো আড্ডা হয়না মল চত্বরে
শীতের সন্ধ্যায় বাউলমেলা হয়তো আজো হয় শহিদ মিনারে
ছবির হাটে চাদরে মুড়িয়ে কোনো এক অদৃশ্য আত্মা একতারায় সুর তোলে
কেউ আর বলেনা তখন,"আজ সারা রাত বাউল মামার গান শুনবো, তোমার কাঁধে মাথা রেখে,'
তোমার সব ব্যস্ততা মাটি চাপা দাও শুধু আমার জন্য।"
বলেনা,"আমি কি লাবণ্য তোমার, না শুধু সুগন্ধি কেতকী? কি রূপে বাসো ভালো আমায়?"
মনে হয়, 'নাচাইলেও কেতকীরা লাবণ্য রয়ে যায় !'
যদিও সে-ই বলেছিলো, 'ভিতরেভিতরে সব লাবণ্যই কেতকী, মুগ্ধঅস্থির কোন অমিতে।'
কবিতে আজ জীবন্ত শেষের কবিতা পড়ন্ত বিকেলের আলোয়
সব বন্ধনই শিরোনামে উপসংহার রাখে লিখে তাই
বইমেলা আজো আসে..আসে....আসে.... ।
-জসিম উদ্দিন
আই.ইউ.বি.এ.টি. ২১ নভেম্বর, ২০১৪
0 comments:
Post a Comment