bangla kobita
মেঘবালিকা, রূপকথার মাধবী হবে?মাধবী, অচিন কাননের গগনতারা?
নির্মেঘ নীলাকাশে
চৈতালি রাহুগ্রাসে
বোশেখী সর্বনাশে
শ্রাবণের বাহুপাশে
ফাগুনের রূপ আবেশে?
এবং ... এবং ... থাক; নাইবা শুধালেম!
সিন্থিয়া কোন্ সুদূরের পূরবী?
পশ্চিমা প্রলয়'ঘাতে
আষাঢ়ী বারিপাতে
উত্তরীয় ছায়া খোঁজে হৃদয় বালক মম
সুর দহনে প্রাণ উতলা
ধ্রুব শাহানা !
জল জোছনা ! জল জোছনায় !!
মেঘবালিকা !!!
-জসিম উদ্দিন
২৩ মার্চ ২০০৪
চট্টগ্রাম কলেজ(কবিতা)



Chittagong
0 comments:
Post a Comment