Bangla Kobita
আমিও একা তুমিও একাকেহ কারো নই,
সুখে দুঃখে সঙ্গী হব
না হয়ে তা হই ।
ভালবাসার গোলাপ জলে
পাপ-পূণ্য ধুয়ে,
পবিত্রতার পুষ্পশয্যায়
রইবো কি আর শুয়ে?
নিটোল তব নিখাঁদ হাসি
টোল পড়া ও গালে,
আমার হয়ে কয়না কথা
আমার ব্যথার কালে।
তোমার আমার মিলন হেথা
কাব্য-কথায় হয়,
এক হয়েও হই না মোরা
এমনি পরিচয়।
পদ্মপাতায় চন্দ্র জাগে
বৃষ্টি ভেজা রাতে,
তুমি তবু দূরে থাকো
ছুঁয়ে অদৃশ্য হাতে !
কাজল বরণ তোমার চোখে
হারিয়ে গেলে আমি,
খুঁজো না গো দিগ্বলয়ে
মনের ভুলে তুমি ।
তোমার হাসির মায়াজালে
আমায় করে বন্দি,
দূরে তবু রাখো প্রিয়ে
এমনি তোমার সন্ধি।
-জসিম উদ্দিন
উত্তরা
০৭ এপ্রিল ২০১৪
0 comments:
Post a Comment