Bangla Kobita
জ্যোৎস্না দেখার ছলে, আর কেঁটে যাবে সময় দু’জনার দৃষ্টি বিনিময়ে
হাতে রেখে হাত, চলে যাবো শিশির ভেজা মাঠে, দূরের কোনো গ্রামে,
তোমার নূপুরের ছন্দে ভাঙ্গবে রাতের স্তব্ধতা, ডেকে ওঠবে ডাহুকের দল,
কখনোবা ভয়ের ছলে আমাকে জড়িয়ে রাখবে তোমার বুকের উষ্ণতায়;
তুমিই বলেছিলে, জীবনকে পিঁছু ফেলে হারিয়ে যাব কাঞ্চনজ্ংঘার গহীন অরণ্যে
দু’জনার মু্গ্ধতায়, খুঁজে নেবো জীবনের স্বাদ বিন্দু বিন্দু ভালোবাসায়,
সমুদ্রতীর ধরে হেঁটে হেঁটে কখনো আলিকদম গুহা,কখনোবা এভারেস্টের চূঁড়া,আবার সমুদ্রতীর;
পাহাড়ী ঝর্ণায় অবগাহন, তোমাতে আমাতে অসীম প্রেম পাবে পূর্ণতা,
তুমিই বলেছিলে, দেবে উপহার পদ্মদিঘির জল, শান বাঁধানো ঘাটে শুধু দু’জনায়
বিকেলের কুমারী আলোয় কিংবা জোছনায় ভেজা গভীর কোনো রাতে
জল ছিঁটানো দু’জনার গায়, অথবা চাঁদের আলোয় শাপলা তোলা তোমার ডিঙ্গী নৌকায়;
তুমিই বলেছিলে, যেখানেই যাই আমি, রবে ছায়াসঙ্গী, ঘরে-বাইরে, পথে-প্রান্তরে,
হৃদয়ের ভিটায়, তবুও দু’জন সমান্তরাল দূরত্বে আজ, অচিন সীমানায়;
দু’জনার স্বপ্ন একাকী বোনা আর অথৈ সমুদ্রে মুক্তো খোঁজা নয় কী সমান কথা?
তুমিই বলেছিলে, আমাদের স্বপ্ন বেঁচে রবে কালের সাক্ষী হয়ে আমাদের ভালোবাসায় !
ভালোবাসা আছে তবু, তবু বেঁচে থাক তোমার আঙ্গীনায় হয়ে রজনীগন্ধার সুবাস ।
-জসিম উদ্দিন
0 comments:
Post a Comment