Bangla Lyrics
চনমনে মন চপল নৃত্যেসংজ্ঞা হারায় পূরবীতে
কত যে কারুকাজ দেহেরও ভাঁজে ভাঁঁজ
মাতোয়ারা করেছে প্রাণটা যে আজ
পারবোনা আমি কাউকে বোঝাতে।
নূপুরের ঐ মাতাল সুরে
চায় পেতে মন কাছে তোরে
কী করে বোঝাই পূরবী তোর
তনুমনে ঝড় তোলা ও বাহুডোর
কতশত ফুল লুটিয়ে পড়ে
নৃত্যেরই তালে তালে তোরই চরণতলে
মগ্ন থাকি এই আমি তোরই নেশাতে...
কত যে কারুকাজ.........কাউকে বোঝাতে।
তোর ঐ রূপের সুধা
বাড়ায় এ মনের ক্ষুধা
ঝনাৎ ঝনাৎ শব্দে মনে লাগে ধাঁধা
বুঝিনা আমি তুই মানবী না পরী
গড়েছে বিধি চন্দ্রকলার ঢালি ভরি
মায়াবি ও' দু'চোখে কি জাদু আছে
প্রাণটা তাতে মরে না বাঁচে
কিছুই পারবোনা তোকে বোঝাতে...
কত যে কারুকাজ.........কাউকে বোঝাতে।
-----জসিম উদ্দিন
চট্টগ্রাম কলেজ
০৬/০২/'২০০৩
0 comments:
Post a Comment