Bangla Kobita
আবার কোনো একদিন
হবে দেখা তোমাতে- আমাতে
আর আমাতে- তোমাতে
চাঁদ গেলে ডুবে পূর্ণিমা রাতে
শুনিবো দু'জন ঝর্ণার গান
স্নিগ্ধ মায়ায়, হাত রেখে হাতে
গাহিবে ড়াহুক, বহিবে সমীর
জাগিবে দু'প্রাণ কেঁপে তিরতির
ঘুমিয়ে জগৎ, জাগিয়া দু'জন
জোনাকির মেলায় করিবো কুজন
বহিবে মোদের রক্তস্রোতে বিন্দু বিন্দু প্রেম
জানিবেনা জগৎ, দু'জনার মাঝে দু'জন হারালেম ।
-জসিম উদ্দিন
IUBAT 09/01/14
0 comments:
Post a Comment