bangla kobita
তোমার তরে হৃদয় সাজাইপদ্ম ফুলে
তোমার রঙ্গে বাসর সাজাই
জোনাক জ্বেলে
ঠোঁটে তোমার রক্ত গোলাপ
সদাই ফোঁটে
চোখের কোনে সারা জাহান
পড়ছে যেন লুটে
তুমি আমার স্বপ্ন মেয়ে
থেকো সুখে-দুঃখে
আর কোথাও রাখিনি তোমায়
রেখেছি এ বুকে ।
- জসিম উদ্দিন
উত্তরা
১১ মার্চ ২০১৪(কবিতা)



Chittagong
0 comments:
Post a Comment