bangla kobita
আমার সবটুকু অতীত দাও ফিরিয়েযা নিয়েছো তোমার বিন্দু বিন্দুছলে নিবিড় ভালোবাসায়;
শেষ চিঠির প্রথম চরন জানি আজ নেইস্মরনে
লিখেছিলে যা পুজোর বেদিতে হৃদয়েররক্তক্ষরণে,
'প্রিয়তম, তোমকে না পেলে সৃষ্টির মাধুর্য়
রয়ে যেত অজানা;
ভুবন ভোলানো তোমার হাসি
স্মৃতির গহীনে সারাবেলা দেয় হানা,
স্রষ্টার তুমি নৈসর্গিক সৃষ্টি, আমৃত্যু আরাধনা।'
রিক্সার হুড ফেলে ঝুম বৃষ্টিতে দু'জন ফুলার রোডে
কখনো ছাতা খুঁজে না পাওয়া, কত শত বাহানা,
কখনো মিষ্টি ধমকে তোমার চোখ ছলছল
আমারই ঠোঁটের আলতো ছোঁয়ায় মানভাঙ্গানো
কখনো চমকে দিতে শীতের ভোরে হলগেটেতোমার অপেক্ষা
মায়ের দেয়া টিফিন নিজের রান্নাবলে আমার মুখে তুলে দেয়া
পুরনো ক্ষত নতুন করে বারবারদেখানো ছলছল চোখে
আজ আমার ভারি অভিমান হয়, অভিমানী তুমি কোথা?
অজান্তেই আজ চোখে আসে জল, কত মুছে দিয়েছি ঠোঁটের আলতো ছোঁয়ায় ।
আমার সবটুকু অতীত দাও ফিরিয়ে
যা নিয়েছো তোমার বিন্দু বিন্দুছলে !
- জসিম উদ্দিন
IUBAT 02/01/14(কবিতা)



Chittagong
0 comments:
Post a Comment