bangla kobita
হয়তো কোনো একদিনদেখিবো, স্নিগ্ধ সকালে কুমারী আলোয়
রাত্রি জাগার কালে, ঝাউয়ের মিছিল তোমার চুলে,
নিঃশব্দ নীড়ে আলতো তোমার ছোঁয়ায় জ্বলে ওঠা দেহের আলো
গভীরে আরো নিবিড়ে তোমাকে খোঁজা
রিনিঝিনি নূপুরে হৃদয়ে আলিঙ্গন,অথবা,
কোনো এক শরতের পড়ন্ত দিগন্তে, তাকিয়ে তুমি
বুনছো প্রেমের নকশিকাঁথা শুভ্র মনে গোলাপী সুঁতোয়,
তাকিয়ে আমি, দেখছো তুমি, আবেগী চোখে,
হয়তো কোনো একদিন
আমায খুঁজিবে আবার নিশিথ রাতে আচমকা পেঁচকের ডাকে
তুমি একা, জানালার কার্নিশে পুরনো প্রেম, ছলছলো চোখে,
আমি দূর আকাশে ধ্রুবতারা
হয়তো কোনো একদিন।
-জসিম উদ্দিন
উত্তরা
০২ অক্টোবর ২০১৩(কবিতা)



Chittagong
0 comments:
Post a Comment