bangla kobita
হৃদয় আজভাঙ্গাবাড়ির প্রহসন
আর ভৌতিক বিস্তার তোমার
আলেকজান্দ্রিয়ার নগ্ন পোড়া মূর্তি
আর শিমুলের ঘাতক কাঁঁটা
আর আমাজনের অন্তবিহীন ধারাপাত
আর নৈঃশব্দের উপমা
এবং মৃত শিরোনাম তার;
হাইড্রোলিক নিনাদে তীব্র দহন,
চাহনিতে হিরোশিমা
জ্বলে-পুড়ে খাক;
আগুনমুখো নদী নিক্ষেপে জল,
মেরুতে মেরুতে মরু অন্তবিহীন;
হাসে ফাঁসির মঞ্চে রক্তচক্ষু যমদূত
কাঁদে ভয়ে চর্বি-ধোয়া ক্লান্ত রজ্জু,
'আর কতো? আর কতো?'
হৃদয় বিদারক হাহাকারে
চন্ডালিকা লুটিয়ে পড়ে
ধুলো আজ কার্বন পৃথিবী আমার ।
এই তুমি সেই যেন্থিপি
বোঝনি চোখের ভাষা, হৃদিক আহবান
আজ জলধি তার মৃত স্রোতধারা,
সবুজাভ তরঙ্গ কাড়ে আমার ঘুম,
তুমি মেঘলা আকাশে নির্বাক চাঁদ
বেদনার স্তরবিহীন বিন্যাসে, তুমি
নিভৃতচারী ইতিহাস আজ
কোন এক স্পর্শক বিহীন বৃত্ত,
অস্পৃশ্য,
কাঁচের দেয়াল !
-জসিম উদ্দিন
চট্টগ্রাম কলেজ
১৬ আগস্ট ২০০৩ (কবিতা)




Chittagong
0 comments:
Post a Comment