bangla kobita
কতো রাত কেটে কেটে গেলজোছনা গুনে গুনে,
কতো আলো ফিঁকে হলো
মায়ার বাঁধনে ।
জোনাকির আবাহনে ,
স্বপ্নিল চাঁদোয়ায়
কোথা কে? কে খোঁজে?
হয় ভোর কার ছোঁয়ায়?
হাজার দিনের ক্লান্তি বুকে
নিথর রাতের আকাশ,
ঘরের মায়ায অচল এ প্রাণ
জীবন্ত এক লাশ ।
তোমার চাওয়া পথের বাঁকে
বাঁক নিয়েছে কাল,
আমি খুঁজি স্বর্ণ আলো
তুমি মায়া-প্রবাল ।
-জসিম উদ্দিন
উত্তরা
১৬ মার্চ ২০১৪(কবিতা)



Chittagong
0 comments:
Post a Comment