Bangla Kobita
তুমি এবং আমিআর মাঝখানে বৃত্ত সমান ব্যবধান
রেখা মুছে মুছে ছুঁতে গেলেই
ভোঁ দৌোড়
প্রতিপাদ্য সমান্তরাল তুমি
বর্ণচোরা তুমি,পাথর খোলস,
লুকাতে চাও বৃত্তের বাইরে ।
ব্যবধান ঘুঁচাই বিন্দু বুকে চেপে
আর তুমি
পরিধি টানো অলস ভঙ্গিতে;
কেন্দ্রমুখী স্পর্শক প্রেম
তোমাকে ছুঁয়ে যায় রোদেলা সমীরণে
বাজপাখির তীক্ষ্ন দৃষ্টি !
নিজেই যখন আবার
হাত বাড়াও প্রতীক্ষিত সাবিত্রী
টানি হৃদয়ের ব্যাস
ক্ষত বিক্ষত থেকে যায়
কেন্দ্রাভ্যন্তর ।
তুমি থেকে যাও
ছিলে যা
দূর নিভৃতপল্লীর কবিতা ।
বৃত্তের পরিধি
বেড়েই চলে
অনিয়ন্ত্রিত গতি তার
অনাকাঙ্খিত ভঙ্গিমায় বৃত্তিক প্রেম আমার ।
-জসিম উদ্দিন
চট্টগ্রাম কলেজ
০৭ ডিসেম্বর ২০০৩
0 comments:
Post a Comment