Bangla Short Poem
(প্রিয় শিক্ষক সিরাজুল ইসলাম স্যার স্মরণে)হে মহান, হে স্রষ্টা,তোমার মহান কীর্তি, যতদিন রবে জীবনের স্রোতধারা,তুমি রবে অমলিন,অক্ষত তোমার স্মৃতি মম হৃদয়ও গহীন,কখনো ভুলিনি তোমায় মনেরও ভুলে, ভুলেরও ছলে,জানি তুমি বহুদূর, না ফেরার দলে
বহু অভিমানে গিয়াছো যে চলে,
ক্ষমা করো প্রভু, ক্ষুদ্র এ প্রাণ,
তোমার কদম পরে হাজারো প্রণাম ।
-জসিম উদ্দিন
উত্তরা
০৩ অক্টোবর ২০১৩
0 comments:
Post a Comment