bangla kobita
তোমায় নিয়ে ভাবতে গিয়েঅন্ধ হলো আঁখি মোর
তপ্ত মরু সিক্ত হলো
ব্যথা বারি কৃষ্ণ ঘোর
স্বপ্ন কাঁদে সিন্ধু পাড়ে
তিক্ত হৃদে হাহাকার
ভাগ্য লিখন কাব্য দীপন
কষ্ট গাঁথার অশ্রুধার
স্বত্ত্বা জুড়ে তোমায় ঘিরে
স্বপ্ন আঁকা নিত্য মোর
ব্যথার স্রোতে প্রেমের গীতে
বাঁধন হারা আঁখি লোর
হয়নি তব শপথ নব
যুগের সোতে জিইয়ে রাখা
রাত্রি জেগে কাব্য লিখে
ভোর সকালে হলেম একা
বুকের ঘরে মুখ লুকিয়ে
রওনি ছবি স্বপ্ন গাঁথা
কোন সে ঝড়ে ভুলে মোরে
দিয়ে গেলে তিক্ত ব্যথা
পাইনি গো কূল দেবো মাশুল
আসবে ফিরে এ বুকে
দূরের নদী নিরবধি
রইলে দূরে সুরলোকে ।
- জসিম উদ্দিন
চট্টগ্রাম কলেজ
৩১ ডিসেম্বর ২০০৩(কবিতা)



Chittagong
0 comments:
Post a Comment