Bangla Short Poem
অবশেষে একদিন অন্তরে মাধুরিমাপূর্ণিমা শোভাতে অসংকোচ কবিতা,ছুটে এসে জড়িয়ে আবেগে মুড়িয়ে
বললে,"ভালোবাসি তাই ভালোবাসা চাই,"
প্রদীপের আলোতে ।
সেই থেকে এই হৃদয় মাঝেই ব্ন্দনা তার,
ভোলা নাহি যায়, ভুলিনিকো আর ।
-জসিম উদ্দিন
উত্তরা
১৫ সেপ্টেম্বর ২০১৩
0 comments:
Post a Comment