bangla kobita
সাবিত্রী,আমার কাছে এসো, আরো কাছে,
ভলোবাসার স্বাদ নিই;
চন্ডালিকা যেমন জলের স্বাদ নেয়
আলো যেমন আঁধারের স্বাদ নেয়
প্রতীক্ষার স্বাদ চায় যেমন চাতক
পরিযায়ী পাখির ন্যায় আমিও কাতর, অধীর বড়ো;
দুঃখ যেমন সুখের পরশ চায়
ঠিক তেমনি...
আমিও চাতক বৃষ্টির স্বাদ চাই, বিন্দু বিন্দু প্রতিটি ফোঁটায়
বেহদ্দ, বেশুমার, পঙক্তিবিহীন বৃষ্টির কল্লোল;
ঝর্ণা যেমন নদীতে,
নদী যেমন সমুদ্র বুকে
মিশে গিয়ে নগ্ন আর অনিন্দ্য অনন্ত সুখ পায়
তদ্রুপ, তোমার বুকের গিরি ভাঁজে আমিও,
আমিও স্বর্গ লুটে নেবো,
ভালোবাসার স্বর্গ;
বইয়ে দেব কীর্তনখোলা নদী
চোখে রাখো চোখ, আঙ্গুলের ভাঁজে আঙ্গুল
অধর পরশে কেঁপে ওঠুক আমাদের ধরিত্রী
সাবিত্রী, আমাদের শরীরে শরীর, নিঃশ্বাসের উত্তপ্ত ঝড়ে
আর অন্তরে অন্তর প্রতিটি আলিঙ্গনে
প্রকম্পিত অলিম্পাস
ঘর ছাড়া হোক যতো দেবতার ভুত ঈর্ষায় অপমানে
কপোত যেমন তার প্রাণাধিক কপোতিকে
চুম্বনে চুম্বনে ভালোবাসা করে আবাদ
আবেগে আবেশে সমানে সমান,
তেমনই কাব্যিক খুনসুঁটিতে
আমরা দু'জন আলো-আঁধারী মোহনায়
সাজাবো বাসর সোনালি দ্বীপে
এলাচের বনে সবুজের গন্ধে মাতাল
পূর্ণিমা রাত্তিরে তারকার শামিয়ানা
আমাদের আকাশ, একা্ন্ত আকাশ
জ্যোৎস্নার ভেলায়; ঝিঁঝিঁর কলতানে জোনাকি মায়ায়
পৃথিবী করবে বরণ
ভালোবাসার রাজপুত্তর তোমার আর আমার
আমরা তখন মোহন বাঁশিতে ভর করে স্বর্গে যাবো
ভালোবাসার স্বর্গে
হাত ধরো সাবিত্রী
তোমারই জন্য এ পুষ্পোদ্যান
বরণ করো মোরে...!
-জসিম উদ্দিন
চট্টগ্রাম কলেজ
১৮ এপ্রিল ২০০৩(কবিতা)



Chittagong
0 comments:
Post a Comment