স্বল্পমূূল্যে ইউনিক লোগো তৈরি করুন।
যোগাযোগ: ০১৬৭১-৬৯৪৪০০
Saturday, April 19, 2014
আমার সমস্ত পরাজয় ll
আমি শুধু ফুলের নিকতে এসে
পরাজিত হই,
আমি শুধু নিসর্গের
পদপ্রান্তে রাখি আমার প্রনাম
আমি সব অন্যায়ের বর্বর
পাজরে
জাতির পতাকার মত উন্নত এই
মাথা
কোনো হুমকি শাষন ত্রাস তারে
নোয়াতে পারেনি-
শুধু এক কমল হৃদয়ের কাছে
তার ঘটেছে পতন।
ধ্বংসের নিকটে নয়
হত্যার নিকটে নয়
শাষকের নিকটে নয়
অমলিন প্রেমের পায়ে আমার
উষ্ণ সমর্পিত প্রান,
শান্তি ও স্নেহের কাছে আমার
চির ক্রীতদাস জীবন।
আর কোনো ভীতি নয়,আর কোনো অত্যাচার নয়
আমার সমস্ত পরাজয় শুধু
তোমার নিকটে।
-------------রুদ্র মোহাম্মদ
শহিদুল্লাহ
[৫।৩।৭৭ (রাত্রি) সিদ্ধেশ্বরী
ঢাকা]
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা,
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
Subscribe to:
Post Comments (Atom)
কিছু কথা
0 comments:
Post a Comment