Bangla Kobita
প্রতিটি দিন,বহু প্রতীক্ষার পারদের দিন
কখনো নীরেট শান্ত, কখনও বা অশান্ত বোশেখী
প্রলয় মাতম, নয়তো বা পাথর কঠিন,
বহু যুগ দেখিনি হিমালয় স্থিরতা, বহমান জীবন আমার,
অহরহ মনে হয় আবিরহীন অস্থির বরফের চাঁই,
নির্মোহ, ভাবাবেগশূণ্য খুনসুঁটি
কালান্তরের চোখের জল
ছিঁঁটিয়ে দেয় ঘটের মালিক
লহরীর নৃত্যতালে অভিনবত্ব খোঁজে নিয়তির
পারাবত, ডানা ঝাপটায় শূণ্যতায়, ভারি শূণ্যতায় !
অবশ হয়ে আসে প্রতিটি পদক্ষেপ:
বাউন্ডুলে সুখ এই হাসে, এই কাঁদে অদৃশ্য নাটকীয়তায়
দোয়েলের শিষ, শীতের শিশির, সবাই তার
উত্তরাধিকার প্রাপ্ত, পয়ার ছন্দ, ব্যক্তিত্বহীন;
ফসলি জমি গোলকধাঁধাঁয় ঘোরপাঁক খায়
নৈঃশব্দের প্রহরায়
প্রতিটি জীবন আজ কুয়াশা ভেজা হলদে কাকতাড়ুয়া
গোধুলি ডোবা আফিম সময়, নিকষ-কালো অন্ধকার
কিংবা অত্যন্ত নিজেরই মতো,
পরিদের দিন কার্নিশে সুচতুর সুখপায়রা !
-জসিম উদ্দিন
চট্টগ্রাম কলেজ
২৯ সেপ্টেম্বর ২০০৩
0 comments:
Post a Comment