bangla kobita
বন্ধুত্ব হলো ঘাসের বুকেশিশিরের সৌন্দর্য্য,
অস্থির ভালো লাগা,
অর্থহীন কবিতা,
মৃত্যুহীন চেতনা,
রোদনহীন কান্না
আর শব্দহীন উল্লাস ।
-জসিম উদ্দিন
এস.এম.হল, ঢাবি
২০ জুলাই ২o১০(কবিতা)

Ut eleifend tortor aliquet, fringilla nunc non, consectetur magna. Suspendisse potenti.
Looking for something?

নতুন লেখক/লেখিকাদের লেখা প্রকাশের একটা মাধ্যম তৈরীর উদ্দেশ্য নিয়ে এই সাইটটির কাজে হাত দেই। অনেক নতুন মুখের সমাবেশে মুখোরিত এই সাইটটি আরও বিস্তিৃতি লাভ করবে, আরও অনেককে লেখা প্রকাশের সুযোগ করে দিতে পারবো এই উদ্দেশ্য নিয়েই কাজ করে চলেছি ।
আন্তর্জালে হাতেগুনা কয়েকটি ওয়েব সাইট এবং কিছু ফেইসবুক পাতা ছাড়া এখনো তেমন কোনো উল্লেখযোগ্য মাধ্যম তৈরী হয়নি লেখা প্রকাশের জন্য।
যদি কেউ তার নিজের লেখা কবিতা, গান প্রকাশে ইচ্ছুক হন তাহলে লিখাগুলো এই ইমেইল এ পাঠিয়ে দিন----- bicoronblogspotcom@gmail.com
আমাদের লক্ষ্য নতুন লেখক/লেখিকাদের লেখা প্রকাশের এই মাধ্যমটিকে আরো শক্তিশালী করে তোলা। আপনাদের সহযোগিতা কাম্য এই প্রয়াসে।
ধন্যবাদান্তে--বিচরণ



0 comments:
Post a Comment