Bangla Kobita
আমার বিষন্ন বিকেলের সঙ্গী হবে কথা ছিলকখনও বা সূর্যোদয়ে ঘুম ভাঙ্গাবে ললাট চুমে,
রাত্রি ভোরে গান শোনাবে বুকের পরে মুখটি রেখে
কথা ছিল দূর পাহাড়ের বুকে একটি ছোট্ট কুটিরের
কথা ছিল ধান-শালিখের মিলন মেলায় আলিঙ্গনের;
চন্দ্রালোতে কাটবে সাঁতার চোখে রেখে চোখ আমারি হাত ধরে
স্মৃতির ঘরে রাঙ্গাবে তুমি স্বর্গশোভায়, কথা ছিল তোমাতে আমাতে !
কত্তো বুনতাম ঊর্ণাজাল হৃদয় মেলে সঙ্গোপনে
আজও বুনি পঙক্তি ধরে কাব্যে মুড়ে কবির সোনালি কাবিন চোখের জলে
ঘুমিয়ে গেলে সরব শহর অন্ধকারের অতল তলে
নিরালা আকাশে নিভৃতে রাতজাগা জোছনা আর গন্তব্যহীন এই আমি ।
আজ কেন যেনো
জ্যোৎস্নামাখা স্বপ্নগুলো বড্ডো মলিন ঠেকে !
কেনো যেনো এই পথচলা আসীম আর অন্তহীন মনে হয়
অস্পৃশ্য মনে হয় সেই সোনালি সময়
কেন তবু সময় কেটে কেটে যায় ভোঁতা স্মৃতিতে?
কোন এক অস্থিরতা কুরেকুরে খায় বুকের পাঁজর নিভৃতে?
প্রশ্নগুলো আজ বড্ডো উত্তরহীন বড্ডো অর্থহীন;
সময় আজ মূর্তিমান যমদূত স্বপ্নের দুয়ারে
স্থির হয়ে আছে নীলক্ষার জল চোখের কোলে কয়েক ফোঁটা;
মুজে যাওয়া তোমারই চোখের মতো !
- জসিম উদ্দিন
IUBAT,Saturday, April 7, 2012 (কবিতা)
0 comments:
Post a Comment