bangla kobita
নক্ষত্রের জলে ভাসা, ও শিউলি ফুল,হাসির প্রদীপে কারে করিছো আকুল ?
সময় থামিয়া গেছে রক্তিম ও ঠোঁটে
ফুলেরা বিষ্ময়ে গায়ে পড়িছে লুটে ।
কী হাসি হাসিছো ওগো, ফুলের বনে,
ফুলেরা লুটিয়ে পড়ে তোমার চরণে।
একে একে শত ফুল দিল বলিদান্,
তবু কেন টলেনা তোমার ও পাষাণ?
খানিক থামিয়া হাসো, ওগো সুনয়না,
সুহাসিনী, হাসিতে তব হই আনমনা।
সুচয়নী, ওগো নারী, কী করে বোঝাই,
সহস্র মরুতরু পায় প্রাণ তোমাতে তাকাই।
ফুল আর পাখিরা সব মরে ঈর্ষায়,
বিধাতাও বিমোহিত হাসির মহিমায়।
একটু থামিয়া হাসো, ওগো সুহাসিনী,
মোনালিসা কাঁদে আজ হয়ে বিরহিনী।
চোখের তারায় তব খুঁজে ফেরে নীড়,
আর কত করিবে তারে হাসিতে অধীর।
কে দিয়েছে চাঁদখানি কপালে আঁকি?
হাসির জোছনায় জাগে শত জোনাকি।
খুঁজে ফেরে শত দলে কোথা ফুল-কলি,
প্রকৃতি হেসে বলে, সে যে শিউলি।
আর কত বলিদান চাহ বলো তুমি?
একটু থামিয়া হাসো ওগো, ফুলেদের রাণী।
জসিম উদ্দিন
উত্তরা
১৯ মার্চ ২০১৪


0 comments:
Post a Comment