Bangla Kobita
খুঁজো না আমায় স্মৃতির জানালা খুলে পৌষের কোনো রাতে
কিংবা হঠাৎ নিভে যাওয়া কোনো নক্ষত্রের স্রোতে
চন্দ্রগ্রহন দেখে মনের ভুলে শিরশিরে হাওয়ায় খুঁজো না আমায়
চলে যাওয়া সময় আর ভেেঙ্গ যাওয়া বাঁধ পূরন করেনা সাধ,
ধানের ছড়ায়, কিংবা মটরশুঁটির ঝাড়ে
ডাকিবে না আর নিশুতি পেঁচক বেদনা ভরে;
চলে যাওয়া মানে ফিরে আসা নয়, আসিবোনা ফিরে,
মিশে যাবো হয়তো ধরিত্রী ছেড়ে মহাকালের নীরে
কাঁশফুলের কোমল হাওয়ায় শুনিবে কারো ক্রন্দন,
আসিবে ভেসে, হয়তো কোনো একদিন তোমাকেই ভালোবেসে ।
আমি যদি চলে যাই তবে
ফেলো না চোখের জল, পুরনো কবিতার ব্ই মেলে
কিংবা অ্যালবামের আয়নায় আমাকেই মনে করে
তবে শুনিবে ডাহুকের কন্ঠে প্রিয়হারা মোর গান
চৈতালী রাতে দিগন্ত-ভালে জাগিলে মেরুজ্যোতি;
জানিবে আছি আমি মহাকালের স্রোতে শুকতারা হয়ে
তোমারি মাঝে তেমনি করে, অনুরাগে মুড়ে,
আমি যদি চলে যাই তবে !
-জসিম উদ্দিন
0 comments:
Post a Comment