bangla kobita
জ্বালামুখের জ্বালা আজ নির্জলা নয়কোলাভার গলনে প্রাণ, সেও আজি সয়গো;
সময়ের স্রোতে হেথা আলো ডুবে আঁধারে
আধার কি আঁধারে তবু কভু রয়কো?
ডুব দিয়ে আলোতে সাজে মায়াময় সে
রাতের গহীনে শিশির জাগে জোছনায় যে
তাহারই শোভাতে আজ জাগিলো যে সবিতা
আঁধারের বুক চিরে অপ্সরী কবিতা
মুগ্ধ এ দু'চোখে বাসন্তী প্রেম আজ
আঁধারে অপ্সরী নৈসর্গিক কারুকাজ
প্রকৃতি আর সে মিলেমিশে একাকার
তাহাতেই খুজি প্রেম যুগে যুগে অনিবার
দিবানিশি মরমে ভালোবাসা যাতনা
তাহাতেই হোক মোর জীবনের দ্যোতনা ।
-জসিম উদ্দিন
উত্তরা
১৭ নভেম্বর ২০১৩(কবিতা)



Chittagong
0 comments:
Post a Comment