Bangla Kobita
মিলন মেলা যেথা ছিল আলো আঁধারের ।
তোমার চোখে চোখ পড়তেই জোছনা এলো হেসে
সকল আঁধার আড়াল হল তোমার রূপে মিশে ।
আড় নয়নে যেই না তুমি মুঁচকি হেসে গেলে
জোনাকি সব ওঠলো নেচে হাস্নাহেনার ডালে ।
নদীর জলে তোমার কিরন, মুগ্ধ আমি তাতে
ঝাঁপ দিয়েছি সেই জলেতে, তোমার ছোঁয়া পেতে ।
তোমার মাঝেই খুঁজবো আমায়, ভালবাসার স্রোতে
মরবো ডুবে তোমাতে আজ বসন্তেরই রাতে ।
তোমায় নিয়ে কাব্য হবে কুয়াশা ভেজা ভোরে
- জসিম উদ্দিন
0 comments:
Post a Comment