Bangla Lyrics
মাঝি বাইয়া যাও রে
অকুল অ ধরিয়ার মাঝে
আমার ভাংগা নাও রে মাঝি
বাইয়া যাও রে।।
মাঝ খানে তার ছাইরা
নাওয়ের আগায় তাইকা পাতায় গেলে
কখন যাবে খুইলা রে মাঝি
বাইয়া যাও রে।।
বিদ্দা শিক্ষা না করিতে
আগে করছো বিয়া
ও তুই বিনা দুষে গোলাম
রাইতের চাকা দিয়া রে মাঝি
বাইয়া যাও রে।।
0 comments:
Post a Comment