Bangla Kobita
কোন একদিন তুমিও
বুনতে স্বপন নকশীকাঁথায়
আবেগ ভরে রঙিন সুঁতোয়,
সন্ধ্যা এলে ঘরের চালে
পুঁজোর প্রদীপ দিতে জ্বেলে,
আমার ফেরার পথটি ধরে
থাকতে চোখে অশ্রু ভরে,
কাজের ফাঁকে হলে দেরি
থাকতে ও মুখ করে হাঁড়ি,
কুয়াশা ভেজা জ্যোৎস্না স্নানে
ঘুমোতে আমার কবিতা শুনে,
কেঁদেছো তুমি, হেসেছো তুমি
নীরব ছিলাম তখন আমি,
দু'চোখ আমার অম্রু ভরা
তোমার মনে মরুর খরা,
দূরেই যদি যাবে চলে
বাঁধলে কেনো মায়ার জালে?
জ্যোৎস্না মাখা রাত্রি আসে
এখনো সেই চাঁদটি হাসে,
আমি থাকি তোমার আশে
কেনো তুমি তারার দেশে?
- জসিম উদ্দিন
0 comments:
Post a Comment