bangla kobita
পাখি তার ডানার মানা আর মানেনাআমার হলুদ বরণ হৃদয় পাখি !
এ কী তার কষ্টে বোনা জীবন তরী' নীল ভাবনা?
নীলাকাশে ছেড়েও কেন হৃদ' মাঝারে বেঁধে রাখি?
কোথা সেই ভোরের আলোয়
আশার ডানায় পথের দিশা?
সেথা কী যায়রে পাওয়া
পুবাল হাওয়া স্বপ্নে মিশা?
পাখি তার ডানার মানা আর মানেনা
আমার হলুদ বরণ হৃদয় পাখি !
-জসিম উদ্দিন
আই.ইউ.বি.এ.টি. শনিবার,০৭ এপ্রিল,২০১২(কবিতা)



Chittagong
0 comments:
Post a Comment