bangla kobita
সে প্রেমের সংজ্ঞা বোঝে, বোঝে নাকো প্রেম;যতো তাকে কাছে পাই, ভাবি ততো হারালেম ।
আড়াল থেকে আড়ালে কভু দূরে হারালে,
দিশেহারা এই আমি দু’হাত ভুলে বাড়ালে ।
বাড়ালে হাত হয়না বন্ধু জানি, তবু
দু’বাহু বাড়ায়ে ডাকি ভালোবাসে যদি কভু ।
তার জিতে যাওয়া মানে হেরে যাওয়া এই আমি
নয়নের কোলে জল,জানবেনা সে জানি ।
বাতাসেও কান পাতি, শুনি যদি তার বানী
দূরে চলে যাবে তবু হৃদয়ের কাছে টানি ।
হৃদয়ে রক্তক্ষরন বোঝেনি সে, তাই মানলেম
সে প্রেমের সংজ্ঞা বোঝে, বোঝে নাকো প্রেম...।
-জসিম উদ্দিন
উত্তরা
১৮ নভেম্বর ২০১৩(কবিতা)



Chittagong
0 comments:
Post a Comment